লোহাগাড়ায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। কিন্তু এরমধ্যে ঝুঁকি নিয়ে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে নিরলসভাবে কাজ করছেন গ্রাম পুলিশ।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯০ জন গ্রাম পুলিশকে খাদ্যসামগ্রী সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে তাঁদের এ খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়।
ইউএনও জয়নিউজকে বলেন, বর্তমান লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন শ্রমজীবী মানুষও নানা সমস্যায় রয়েছে। গ্রামপুলিশও লকডাউনে প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করছেন। তাই তাদেরও খাদ্যসামগ্রীর প্রণোদনা দেওয়া হলো।
জয়নিউজ/পুষ্পেন/বিআর