প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাউজানের গ্রামপুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য সকল শ্রেণী ও পেশার মানুষ ঘরের মধ্যে বসবাস করছেন। এ দুঃসময়ে রাউজানের ১৪ ইউনিয়নে দফাদার ও গ্রামপুলিশের সদস্যরা জীবনের ঝুকিঁ নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তাদের কাছে বিতরণ করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

এ খাদ্যসামগ্রী বিতরণকালে টেলিকনফারেন্সের মাধ্যমে জীবনের ঝুকিঁ নিয়ে করোনাভাইরাস মোকাবেলায় কাজ করায় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী গ্রামপুলিশদের অভিনন্দন জানান ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

- Advertisement -islamibank

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM