চট্টগ্রামে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। দুই ল্যাবে মোট ২১২ নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে নগরের ৪ জন রয়েছেন।
ফৌজদারহাটের বিআইটিআইডি’তে ১১৩ নমুনায় ৫ জনের করোনা পজিটিভ আসে। তাঁদের মধ্যে নগরের কালুশাহ নগর (৫০), ইপিজেড (৫২), দামপাড়া পুলিশ লাইন (৩০) ও নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার (৪৫) একজন করে রয়েছেন। অন্যজন ফেনী জেলার বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৯৯ নমুনায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ছয়জন লক্ষ্মীপুরের ও তিনজন নোয়াখালীর বাসিন্দা।
বুধবার (২৯ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।