দেশজুড়ে চলছে লকডাউন। এ লকডাউনে বেশি বিপাকে পড়েছে ফল ব্যবসায়ীরা। এদিকে ব্যাপক ফলন হয়েছে আনারসের। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসছে আনারস। তবে আনারসের আমদানি থাকলেও বিক্রয় নেই বললে চলে।
প্রতিদিন এভাবে হাজার হাজার আনারস নিয়ে খুচরা ক্রেতার অপেক্ষায় থাকে আনারস ব্যবসায়ী আড়তদাররা। কম দামে বিক্রয় করলেও মিলছে না ক্রেতা। আবার দ্রুত পচনশীল হওয়ায় হতাশায় দিন কাটছে ব্যবসায়ীদের। ছবিটি পুরাতন রেলস্টেশনের সামনে থেকে সোমবার (৪ মে) সকালে তোলা ।