করোনাভাইরাস মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানের মতো হাটহাজারীতেও চলছে লকডাউন। এই সময়ে ১৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
সোমবার (৪ এপ্রিল) হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
বর্ষা মাল্টিপারপাস ডেভেলপমেন্ট সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান লিটন মহাজন জানান, করোনাভাইরাস সংকটে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০ শতাধিক পরিবারের কাছে উপহার স্বরূপ ‘ভালোবাসার ত্রাণ সামগ্রী’ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের (একাংশ) সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কুমার নাথ, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সুলতানুল আলম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য শফিউল আজম, হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ, বর্ষার উপদেষ্টা টিটু বণিক, সুভাষ নাথ, বিধান বণিক ও হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের যুগ্ন-সম্পাদক ছোটন দাশ প্রমুখ।