লোহাগাড়ায় পটুয়াখালীর এক যুবক করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বেসরকারি চাকরির কারণে লোহাগাড়া বটতলী স্টেশনে জনৈক আমিনের বাড়িতে তিনি ভাড়াঘরে থাকেন। এ নিয়ে লোহাগাড়ায় তিনজন করোনা রোগী সনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ জয়নিউজকে বলেন, আক্রান্ত ব্যক্তিটির বয়স ৪২। ৩০ এপ্রিল ওই রোগী অসুস্থ বোধ করলে তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠানো হয়। সেখানে তার করোনা পজিটিভ পাওয়া যায়।
বাড়ির মালিক আমিন জয়নিউজকে বলেন, আমার বাড়িতে তিনিসহ আরো কয়েকজন মিলে ভাড়া থাকেন। তার বাড়ি পটুয়াখালী। তিনি কয়েকদিন আগে চিকিৎসাজনিত কারণে চট্টগ্রাম শহরে চলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ জয়নিউজকে বলেন, আক্রান্ত ওই ব্যক্তি বর্তমান চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি লোহাগাড়ার ভাড়া বাসাটিও লকডাউনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ৪ মে ঢাকা ফেরত যুবক লোহাগাড়ায় করোনায় আক্রান্ত হন।