মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল দ্রুত প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।
বুধবার (৬ মে) জয়নিউজকে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে অনির্ধারিত ৪১ দিন বন্ধ থাকলেও চট্টগ্রাম বোর্ডের কন্ট্রোল সেকশানটি চালু ছিল। যেহেতু সবাই শহরে অবস্থান করছে, আমরা আশা করছি, ১০ মে এর মধ্যে আমরা উত্তরপত্র সংগ্রহ করতে পারবো।
‘বর্তমানে পরিবহন বন্ধ রয়েছে। যারা কক্সবাজার বা অন্যন্যা দূরবর্তী জায়গায় আছে, আমরা সেখানে গাড়ি পাঠিয়ে বা জেলা প্রশাসকের মাধ্যমে তা সংগ্রহ করবো।’
তিনি আরো বলেন, সবাই চেষ্টা করছে যাতে ঈদের আগেই ফলাফল দিয়ে দেওয়া যায়। তবে এখনও ফলাফল ঘোষণার কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি।