রুদালি, চিঙ্গারি, এক পল, দামন। একের পর এক হিট সিনেমা। বরাবর ভিন্ন আঙ্গিকে সিনেমা নির্মাণের মধ্য দিয়ে মহিলাদের কথা তুলে ধরতেন যিনি, সেই কল্পনা লাজমি চলে গেলেন। রোববার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা নাগাদ মারা যান তিনি।
সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার দ্বিতীয় পক্ষের স্ত্রী কল্পনা দীর্ঘদিন ধরে কিডনির ক্যান্সারে ভুগছিলেন। বয়স হয়েছিল ৬১ বছর।
বছর ২৫ আগে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সহকারী পরিচালক হিসাবে সিনেমা জগতে পা রেখেছিলেন কল্পনা।
তারপর থেকে একের পর এক সিনেমা নির্মাণে নিজের জাত চিনিয়েছিলেন তিনি।
ক্যান্সার ধরা পড়ার পর কল্পনার পাশে আমির খান, সালমান খান, করন জোহর, আলিয়া ভাট, সোনি রাজদান, নীনা গুপ্তার মতো তারকারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হেরে গেলেন কল্পনা। তৈরি হল এক বড় শূন্যস্থান। অনেকেই প্রশ্ন করছেন, সিনেমার মাধ্যমে এবার থেকে মেয়েদের কথা কে তুলে ধরবেন!
-জয়নিউজ/আরসি