রমজানে ২৫০ পরিবারের পাশে সিএমপি উত্তর বিভাগ

চলছে রমজান, সঙ্গে প্রাণঘাতি করোনাভাইরাসের ছোঁয়া। সবমিলিয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -

শুক্রবার (৮ মে) বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানাধাীন কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে এমন ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিমএপি উত্তর বিভাগের পুলিশ সদস্যরা। যার সার্বিক তত্ত্বাবধানে ছিল ক্যান্টেনমেন্ট পুলিশ ফাঁড়ি।

- Advertisement -google news follower

ক্যান্টেনমেন্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সুমন বড়ুয়া শাপলা জয়নিউজকে বলেন, কমিশনার স্যার সবসময় মানবিক পুলিশ হওয়ার অনুপ্রেরণা যোগান। খাদ্যসামগ্রী বিতরণ মানবিক পুলিশিংয়ের একটি অংশ। নিজে উপস্থিত থেকে ফাঁড়ির অন্য ফোর্সদের সহায়তায় অসহায় এই মানুষগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে কিছুটা হালকা অনুভব করছি। আগামীতেও এই বিতরণকাজ অব্যাহত রেখে আমরা কাজ করে যাবো।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM