চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। করোনা পরীক্ষার তিন ল্যাবে ২৪৪ নমুনায় তাদের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছে।
আক্রান্তদের মধ্যে নগরের ১১ জন ও সীতাকুণ্ড উপজেলার ২ জন। এছাড়া লক্ষীপুরের ৬ জন ও নোয়াখালী জেলার ৩ জন রয়েছেন।
নগরে আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনে ৬ জন পুলিশ সদস্য ও ২ জন তাদের পরিবারের সদস্য। এছাড়া নেভী হাসপাতাল গেইট ও ঈদগাঁহ বড় পুকুর এলাকার একজন করে। বিআইটিআইডির আইসোলেশনে একজনের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (৯ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা পরীক্ষার ৩ ল্যাবের মধ্যে বিআইটিআইডিতে ২১৩ নমুনায় ১৫ জন, সিভাসুতে ২৫ নমুনায় ৭ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া চমেকে ৬ নমুনা পরীক্ষায় কোনও পজিটিভ আসেনি।