২১শে আগস্ট বোমা হামলার পুরো বিষয়টাই একটা প্রহেলিকা বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এটা আওয়ামী রাজনীতির কুটিল পাটিগণিত। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার দেশীয় ও বৈদেশিক চক্রান্তের ব্লু-প্রিন্ট।
রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী প্রশ্ন করেন, শেখ হাসিনারই দাবি করা আন্তর্জাতিক তদন্তে যুক্তরাষ্ট্রের এফবিআই দল ঘটনাস্থল পরিদর্শনের পর যখন সেই গাড়িটি দেখতে চেয়েছিলো, তাতে শেখ হাসিনা অস্বীকৃতি কেন জানিয়েছিলেন। তার কোনো সুরাহা কাহ্হার আকন্দের তদন্তে হয়নি।
তিনি বলেন, বিরোধী মত ও শক্তিকে কষ্ট দেওয়া, জুলুম করা আওয়ামী লীগের ধর্ম। রাজনৈতিক প্রতিপক্ষকে পর্যুদস্ত করার জন্য সরকার এহেন অমানবিক পদ্ধতি নেই, যা ব্যবহার করে না। আমরা এর চরম প্রকাশ দেখতে পাই বোমা হামলা মামলায় দীর্ঘদিন পর অধিকতর তদন্তের নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর ঘটনায়।
এক্ষেত্রে বেপরোয়া ক্ষমতার আস্ফালনে আইন আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, মন্তব্য রিজভীর।
জয়নিউজ/আরসি