চট্টগ্রামে প্রথম একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। ওই সাংবাদিক ইউএনবি প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামের করোনা পরীক্ষার প্রধান ল্যাব বিআইটিআইডি থেকে প্রকাশিত ফলাফলে তাঁর দেহে করোনাভাইরাস শনাক্তের খবর নিশ্চিত হওয়া গেছে।
আক্রান্ত সাংবাদিক জয়নিউজকে জানান, শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। গত ১০ মে তার জ্বর ছিল। এরপর তিনি বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। বেশ কয়েকবার যোগাযোগ করে ও বিশেষ অনুরোধে তার নমুনা দুইদিনের মাথায় পরীক্ষা করা হয়।
তবে তিনি নমুনা জট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার পরিবারের স্ত্রী, দুই সন্তানসহ আরো চারজনের নমুনা যেন দ্রুত পরীক্ষা করা হয়, সেই দাবি জানাচ্ছি। তবে আমি আপাতত বাসায় থেকেই চিকিৎসা নিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।