করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে পটিয়া থানায়। এ মহামারী ঠেকাতে চট্টগ্রাম জেলা পুলিশের সৌজন্যে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে এ টানেল স্থাপন উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের জেলা পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মো. রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিনহাজ ও সেকেন্ড অফিসার মো. খালেদ প্রমুখ।