১০ মে পর থেকে নগরে খুলেছে অনেক ছোট বড় মার্কেট। সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনার কথা থাকলেও তা বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না।
শুক্রবার (১৫ মে) নগরের কর্নেলহাটের মার্কেট ও ফুটপাতে ঘুরে দেখা যায়, ক্রেতারা পরিবার নিয়ে মার্কেটে যাচ্ছেন ঈদ শপিং করতে। ঘুরে ঘুরে করছেন ঈদের কেনাকাটা। দোকানে বিক্রেতারাও মানছেন না সামাজিক দূরত্ব।
এদিকে শুক্রবার দুপুরেই কর্নেলহাটে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় তিনি সামাজিক দূরত্ব ও পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী না রাখার অভিযোগে একটি মার্কেটের দুই দোকানদারকে জরিমানা করে সর্তক করে দেন। এছাড়া একে খান গেইট থেকে নিষেধাজ্ঞার মধ্যে গণপরিবহন চালানোয় বেশকয়েকটি গাড়ির চালককেও জরিমানা করেন।