খাদ্যসামগ্রী ও টেলিমেডিসিন সেবা ভয়েস অফ হিউম্যানিটি’র

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশে চলছে অঘোষিত লকডাউন। এতে করে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের উপার্জনের পথ। এই অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ হিউম্যানিটি’।

- Advertisement -

ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ হাজার ২৪০ পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। পাশাপাশি রমজানের শুরু থেকেই শহরের বিভিন্ন বস্তিতে ছিন্নমূল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ইফতার সামগ্রী।

- Advertisement -google news follower

এদিকে খাদ্য ও ইফতারের পাশাপাশি করোনাভাইরাস বিস্তারে প্রথম থেকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি। এ পর্যন্ত টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ হাজার ৯৯০ জন।

সংগঠনের প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী এমএ হাসান জয়নিউজকে বলেন,‌ জাতির এই দুঃসময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনাদের দোয়া ও সহযোগিতা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM