চট্টগ্রামে আরও ১০৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাঁদের মধ্যে নগরের ৫২ জন ও উপজেলার ২৩ জন। এছাড়া ৪ জনের দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। ভিন্ন জেলার ২৯ জন।
শনিবার (১৬ মে) চট্টগ্রামের করোনা পরীক্ষার ৪ ল্যাবে ৫০৪ নমুনা পরীক্ষায় এই ফলাফল এসেছে বলে জয়নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
বিআইটিআইডি’র ল্যব
বিআইটিআইডি ল্যাবে ২২১ নমুনায় ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জন নগরের। উপজেলার মধ্যে হাটহাজারীর ৪, সীতাকুণ্ডের ২ ও পটিয়ার ৩ জন। ভিন্ন জেলার ৫ জন।
নগরে আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইন্সে ৮ জন, বিআইটিআইড’তে ২ জন, কর্ণেলহাটে ১ জন, আলকরণ ও নিউ মার্কেট এলাকায় ৩ জন, ডবলমুরিংয়ে ১ জন, আকবরশাহ এলাকায় ১ জন, ফিরোজশাহ এলাকায় ১ জন, পাঁচলাইশের মোস্তফা ভবনে ১ জন এবং কাজীর দেউরিতে ১ জন।
সিভাসু’র ল্যাব
সিভাসুর ল্যাবে শুক্রবার (১৫ মে) ১০০ নমুনা পরীক্ষার ফলাফলে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মিরসরাই উপজেলায় এক ব্যক্তির দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বাকি ২৪ জন ভিন্ন জেলার।
এছাড়া সিভাসুর ল্যাবে শনিবার (১৬ মে) প্রকাশিত ফলাফলে ৮৩ নমুনায় ১২ জনের করোনা শনাক্ত হয়। তাঁরা উপজেলার বাসিন্দা।
চমেক ল্যাব
চমেক ল্যাবে ৯১ নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ৩২ জন, উপজেলার ৩ জন রয়েছেন। এছাড়া নগরের ৩ জনের দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ।