চট্টগ্রাম জেলায় শনিবার(১৬ মে) ১০৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ আক্রান্তের শঙ্কা। তবে এতকিছুর মধ্যেও যেন নেই মানুষের। করোনা প্রতিরোধে বার বার সামাজিক দূরত্বের কথা বলা ঈদ শপিংয়ে ব্যস্ত সবাই। নগরের অন্যতম মার্কেট রিয়াজউদ্দিন বাজারে এখন লোকে লোকারণ্য। দেখে বোঝার উপায় নেই দেশে করোনার এমন মহামারী চলছে।
শুধু কি তাই নগরের বিভিন্ন এলাকার ফুটপাতের কাপড়ের দোকানগুলো জমে উঠেছে ঈদের কেনাকাটায়। লোকজনের এমন ঘেঁষাঘেষির মধ্যেই কিনছেন পছন্দের পোশাক।
সংলিষ্টরা বলছেন, মানুয়ের এমন অসচেতনতা আর অবিবেচকমূলক কর্মকাণ্ডে পুরো জেলায় করোনার সংক্রমণ আরো অনেক বেড়ে যাবে। তাই প্রশাসনের উঠিত কঠোর হাতে এখনই এর লাগাম টেনে ধরা।
নগরের রিয়াজউদ্দিন বাজার, টাইগারপাস, কর্নেলহাট থেকে ছবিগুলো তোলা।