মালয়েশিয়ায় আটকে পড়াদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি পর্যটক এবং প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে একটি বিশেষ ফ্লাইটের।

- Advertisement -

বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে আগামী ২২ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট (বোয়িং-৭৭৭/৭৮৭) ঢাকা-কুয়ালালামপুর – ঢাকা রুটে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

- Advertisement -google news follower

করোনাভাইরাসের কারণে টানা লকডাউনের মধ্যে রয়েছে মালয়েশিয়া। এই লকডাউন চলবে আগামী ৯ জুন পর্যন্ত।

গত দুই মাস ধরে বিমান চলাচল বন্ধ থাকায় বিমান চলাচল কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিদেশি যাত্রীদের মালয়েশিয়ায় যাওয়া আসার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তবে কোনো বিদেশি নাগরিক চাইলে সরকারের শর্ত মেনে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

- Advertisement -islamibank

বিশেষ ফ্লাইটির সম্ভাব্য তারিখ ২২ মে। আগ্রহী যাত্রীকে নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে- https://www.baf.mil.bd/bafwt/tickets.php

তবে এই মুহুর্তে কোনো টাকা পরিশোধ করতে হবেনা। প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর ‘বুক নাউ’ বাটনটিতে  ক্লিক করলে একটি বুকিং নম্বর পাওয়া যাবে। ওই বুকিং নম্বরটি সংরক্ষন করে পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করলে নতুনভাবে আর তথ্য পূরণ করতে হবেনা।

বিস্তারিত জানা যাবে-বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, ইমেল: reservation@baf.mil.bd মোবাইল: 01769993390, 01769993392, 01769993394, 01769998536, 01769993343 টেলিফোন : 02-55060000 এক্সটেনশন : 3395 এই নাম্বারে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM