বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ বললেন ট্রাম্প

আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একহাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সংস্থাকে ‘চীনের পুতুল’ বললেন তিনি।

- Advertisement -

করোনাভাইরাস মোকাবিলায় তারা ‘খুব দুঃখজনক কাজ করেছে’ বলে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১৯ মে) ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এক বছরে যুক্তরাষ্ট্র তাদের ৪৫ কোটি দেয়, চীন এক বছরে দেয় ৩ কোটি ৮০ লাখ ডলার। আর তারা হলো চীনের পুতুল। তারা চীনকেন্দ্রিক। তারা চীনের একটি পুতুল।

চীনের পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সমাবেশে মহামারির উৎস জানতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় শতাধিক দেশ। তারপরই করোনা মোকাবিলায় ব্যর্থতার প্রসঙ্গ তুলে আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করলেন ট্রাম্প।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM