আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ২০০ পিস পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় সিএমপির সদর দপ্তরে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান ফাউন্ডেশনের বাংলাদেশের চেয়ারম্যান হেলাল উদ্দিন ও নগর কমিউনিটি পুলিশিং-এর সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপনের হাতে পিপিইগুলো তুলে দেন।
প্রসঙ্গত, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধসহ আক্রান্ত রোগীদের জন্য বিভিন্ন ধরনের মানবিক কাজ পরিচালনা করে থাকেন। এছাড়া মৃত ব্যক্তিদের দাফন-কাফনের বিষয়েও তাঁরা সহযোগিতা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।