বান্দরবানে উদ্যমী যুবকের প্রচেষ্টায় মানবতার ঈদ উপহার পেলো প্রায় ৩শ কর্মহীন শ্রমজীবী পরিবার। সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এন্ড ব্ল্যাড ব্যাংকের স্বেচ্ছাসেবি কর্মীরা পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্রদের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী পৌছে দিয়েছেন। ‘মানবতার ঈদ উপহার’ উদ্যমী যুব সমাজ এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী।
সংগঠনের আহ্বায়ক আমজাদ হোসেন বলেন, মানবতার টানে লকডাউনের প্রথম থেকেই আমরা মাঠে কাজ করছি। প্রথমদিকে আমরা চেষ্টা করেছি মানুষের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের। ঈদকে সামনে রেখে ‘মানবতার ঈদ উপহার’ নামে দ্বিতীয়ধাপে কর্মহীন শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌছে দিলাম।
তিনি আরো বলেন, ইতোমধ্যে বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে সংগ্রহ করা অর্থে ৭৫ হাজার টাকার সেমাই, চিনি, গুঁড়ো দুধ, নুডুলস, কিসমিস ইত্যাদি ২শ’ পঞ্চাশ পরিবারকে বিতরণ করেছি। শনিবারের মধ্যে আরও ৫০ পরিবারের মাঝে সরবরাহ করা হবে।
স্বেচ্ছাসেবি মো. আইয়ু্ব ও কামরুজ্জামান জয়নিউজকে বলেন, তালিকা তৈরি করে মানবতার ঈদ সামগ্রীর প্যাকেট মানুষদের ঘরে ঘরে পৌছে দিয়েছি। আমাদের ছোট্ট প্রয়াস ছিলো ঈদের দিনটি যেন, সবার ঘরে অন্তত মিষ্টিমুখ হয়। আগামীতেও আমরা কাজটি চালিয়ে যেতে চাই সকলের সহযোগিতায়।
অপরদিকে বান্দরবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ফোরাম ১৫টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।
উদ্যোক্তা জেসমিন সুরভী জয়নিউজকে বলেন, ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস ছিলো আমাদের। প্রাক্তন কয়েকজন সিনিয়র আপু এবং বন্ধুদের সহযোগিতায় কাজ করেছি। দেশের ক্রান্তিকালে মানবতার টানে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলে আনন্দ লাগছে।