চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে নগরের ৪৪ ও উপজেলার ২১ জন। এর ফলে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৭১০ জনে।
রোববার (২৪ মে) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৪ ল্যাবে ২৬৪টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
বিআইটিআইডি’র ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২০১টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে নগরের ১৬ জন ও উপজেলার ১৯ জন রয়েছেন।
চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ২৮ জন ও উপজেলার ২ জন।
সিভাসু’র ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের কারো দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষায় কারো দেহে করোনা পজিটিভ আসেনি।
উপজেলার আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ৪ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ায় ৩ জন, হাটহাজারীতে ৪ জন, সীতাকুণ্ডে ৭ জন ও মিরসরাইয়ে ১ জন রয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭১০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৫৩ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন।