ঘরবন্দি ‘উৎসব দিনে’ ১৭৭ করোনা যোগ

পবিত্র ঈদ উল ফিতরের দিনে চট্টগ্রামে নতুন করে ১৭৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১৬৭ ও উপজেলার ১২ জন। আক্রান্তদের মধ্যে দুই জনের দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

- Advertisement -

সোমবার (২৫ মে) চট্টগ্রামে করোনা পরীক্ষার ২ ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -google news follower

বিআইটিআইডি ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় কারো দেহে করোনা শনাক্ত হয়নি।

চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১৭৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ১৬৭ জন ও উপজেলার ১২ জন।

- Advertisement -islamibank

উপজেলার আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ১ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৫ জন ও হাটহাজারীর ২ জন রয়েছেন।

এদিকে সিভাসু ও কমেক ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৮৮৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৭৯ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM