চট্টগ্রামে সর্বোচ্চ পরীক্ষায় ২৩৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১৭৮, উপজেলার ৫৩ জন ও ৬ জন রোগীর ঠিকানা পাওয়া যায়নি।

- Advertisement -

শনিবার (৩০ মে) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৩ ল্যাবে ১০৮১টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -google news follower

বিআইটিআইডি ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাব বন্ধ থাকায় গত ৩ দিনের ৮১৬টি নমুনা পরীক্ষা করেছে আইডিসিআর। এর মধ্যে ১১৬ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে নগরের ৬৭ জন ও উপজেলার ৬৭ জন। এছাড়া বাকি ৬ জনের ঠিকানা পাওয়া যায়নি।

চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৬০টি নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ১১১ জন ও উপজেলার ৯ জন।

- Advertisement -islamibank

সিভাসু ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবের ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করেনি সিভিল সার্জন কার্যালয়।

কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার বাসিন্দা।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, বাঁশখালীর ৫ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ৪ জন, পটিয়ার ৬ জন, বোয়ালখালীর ৫ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ৫ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীর ৬ জন, সীতাকুণ্ডের ১৪ জন ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮২৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২১৭ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM