বৈশাখের দাবদাহের পর মধু মাসের নানারকম ফলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। অলিতে-গলিতে মৌসুমি ফলের গন্ধে মাতোয়ারা সবাই।
সাধারণ ছুটি বা লকডাউন শীতল হওয়ায় নগরে বিভিন্ন জেলা থেকে রসালো ফল তাল আসতে শুরু করেছে। গ্রীস্মকালীন এ ফল খেতে খুব সুস্বাদু, তাই অনেকে লাভের কথা চিন্তা করে খুচরা বিক্রেতারা কিনে রিকশাভ্যান করে বিভিন্ন এলাকায় নিয়ে যেতে দেখা যায়।
বিক্রেতা হানিফ জয়নিউজকে বলেন, লকডাউন চলাকালে বিভিন্ন জায়গায় থেকে তাল এতোদিন আসতে পারেনি বর্তমানে লকডাউন শীতল হওয়াতে বেড়েছে বেচাকেনা। তবে এখানে সামাজিক দূরত্ব মানছেন না কেউ। সুরক্ষার কোনো কিছু নেই বললেই চলে তাল ব্যবসায়ীদের মাঝে। ঝুঁকিতে তাল বিক্রি করছে সবাই।
তিনি আরো জানান, একশত তাল এক হাজার টাকা দরে বিক্রয় করছেন। আবার কেউ কেউ বেশী দামের আশায় বসে আছেন। কদমতলী মোড়ে ফুটপাতে প্রতিবছরের মতো এবারও হাজার হাজার তাল বিক্রয় হচ্ছে।
রোববার (৩১ মে) সকালে নগরের কদমতলী মোড় থেকে তোলা ছবি।