করোনার কারণে বিকাল ৫টার পর সব ধরনের গণপরিবহন বন্ধ। কিন্তু সন্ধ্যার পর থেকে কিছু মিনিট্রাক, মোটরসাইকেল, ব্যাটারি রিকশা, অটোরিকশাগুলো অপেক্ষা করতে থাকে শাহ আমানত সেতুর ওপারে মইজ্জারটেক মোড়ে। দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার মানুষের বাড়ি যাওয়ার ভরসা এ যানবাহনগুলোই।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে জিনিসপত্রসহ যাত্রী নিয়ে যাচ্ছিল একটি মিনি ট্রাক। কিন্তু বিধিবাম। অতিরিক্ত বোঝাই হওয়ায় রাত ৩টার দিকে পটিয়ার উজিরপুরে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিনি ট্রাকটি। অন্ধকারে চালক রাস্তার পাশে পুকুরে গাড়িটি নামিয়ে দেন। তবে ট্রাকটির জিনিসপত্র নষ্ট হলেও যাত্রীরা ছিলেন অক্ষত।
শুক্রবার (৫ জুন) সকালে ছবিগুলো তোলা।