কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের সীমান্তবর্তী ফেনী নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া পলাশ চন্দ্র দে’র (১৯) লাশ পাওয়া গেছে। সে রামগড় সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র

- Advertisement -

শুক্রবার (৫ জুন) সকাল ১০ টার দিকে মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজের নিচে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা নিখোঁজ পলাশের পরিবারকে খবর দেন।

- Advertisement -google news follower

পরে পরনের কাপড় দেখে তার পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন। বাগানবাজার ইউপি চেয়ারম্যান মুহাম্মদ রুস্তুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৯ মে (শুক্রবার) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়ের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী ফেনী নদীর পানিতে পড়ে নিখোঁজ হন পলাশ দে। সে ওই ইউনিয়নের পুরাতন রামগড় এলাকার সাধন কুমার দের ছেলে এবং রামগড় সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নিখোঁজের দিন রাতে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরদিন শনিবার পার্শ্ববর্তী রামগড় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে শনিবার সারাদিন উদ্ধার কার্যক্রম চালান। কিন্তু এতেও পলাশের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে নিখোঁজের এক সপ্তাহ পর তার লাশ পাওয়া গেল।

জয়নিউজ/ফয়সাল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM