চট্টগ্রামে আরও ১৪০ জনের দেহে করোনার বিষ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ৬৮ ও উপজেলার ৭২ জন।

- Advertisement -

শুক্রবার (৫ জুন) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৩ ল্যাবে ৫৯৬টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -google news follower

বিআইটিআইডি ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে নগরের ১৮ জন ও উপজেলার ২২ জন।

চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ৪৮ জন ও উপজেলার ২ জন।

- Advertisement -islamibank

সিভাসু ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন নগরের ও ৪৪ জন উপজেলার বাসিন্দা।

উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ১৬, চন্দনাইশ ২০ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ১৬ জন, রাঙ্গুনিয়া ৪ জন, রাউজানে ১ জন, হাটহাজারী ১ জন ও সীতাকুণ্ডে ৮ জন রয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM