চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ৬৮ ও উপজেলার ৭২ জন।
শুক্রবার (৫ জুন) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৩ ল্যাবে ৫৯৬টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
বিআইটিআইডি ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে নগরের ১৮ জন ও উপজেলার ২২ জন।
চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ৪৮ জন ও উপজেলার ২ জন।
সিভাসু ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১৬২টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন নগরের ও ৪৪ জন উপজেলার বাসিন্দা।
উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ১৬, চন্দনাইশ ২০ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ১৬ জন, রাঙ্গুনিয়া ৪ জন, রাউজানে ১ জন, হাটহাজারী ১ জন ও সীতাকুণ্ডে ৮ জন রয়েছেন।