ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রোববার (৭ জুন) দুপুরে শুরু হওয়া এই অভিযানে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে দিয়েছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- শিরীন আক্তার, মো. উমর ফারুক, গালিব চৌধুরী এবং এস এম আলমগীর।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে ওষুধ বিক্রেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, অভিযানে যাদের বিরুদ্ধে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।