একসময় পাহাড়ে ঘেরা ছিল নগরের খুলশী এলাকা। কিন্তু নগরায়নে সুযোগে ভূমিখেকোদের চোখ পড়ে রাস্তার পাশের পাহাড়গুলোর উপর। এরপর থেকে এ এলাকায় একটু একটু করে কমতে থাকে পাহাড়ি এলাকা।
প্রভাবশালীরা আইনের তোয়াক্কা না করেই রাতারাতি পাহাড় কেটে সমতল করে ফেলে। এইভাবে কিছুদিন থাকার পর হাতবদল হয়ে যায়। এরপর উঠতে থাকতে সুউচ্চ অট্টালিকা। প্রকাশ্য দিবালোকে পাহাড় কাটার উৎসব চললেও দেখার কেউ যেন নেই। আর যতটুকু অবশিষ্ট থাকে মাটি কাটার ক্ষত নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকে পাহাড়গুলো।
সোমবার (৮ জুন) সকালে ১নং দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ছবিগুলো তোলা।