নগরে হঠাৎ করে জ্বর-সর্দির সঙ্গে শ্বাসকষ্টের রোগীও বেড়ে গেছে। আর এ ধরনের রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন হচ্ছে অক্সিজেন, নেবুলাইজার, অক্সিমিটারসহ বিভিন্ন ওষুধের।এ চাহিদাকে পুঁজি করে ওষুধসহ এসব জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এগুলো কিনতে তিন থেকে চারগুণ বেশি টাকা টাকা গুনতে হচ্ছে রোগীর স্বজনদের। আর এ খাতে বিভিন্ন অনিয়ম রুখতে নগরে সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) নগরের আসদিঘীর পাড় এলাকার কান চৌধুরী মেডিকেল অ্যাম্বুলেন্স সার্ভিস নামে একটি দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দোকানের লাইসেন্স না থাকাও বিভিন্ন অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
এর আগে গত ৭ জুন নগরের হাজারীগলিতে ৪ জন ম্যাজিস্ট্রের সমন্বয়ে অভিযান চালানো হয়েছিল।