করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহে শহরে আরও একটি বুথ চালু করেছে সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় ছোটপুলস্থ এমএ সালাম নগর স্বাস্থ্য কেন্দ্রে এ বুথের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এর আগে নগরে নমুনা সংগ্রহের আরও চারটি বুথ চালু করেছে চসিক। এর মধ্যে গত ৭ জুন বিবিরহাটস্থ ওয়ার্ড অফিস ও চান্দগাঁওস্থ হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত দুটি বুথ চালু করা হয়। ৫ জুন উদ্বোধন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাব ও উত্তর কাট্টলী কর্নেলহাটস্থ হাশেম নাজির হেলথ সেন্টারে স্থাপিত দুটি বুথ।
নগরে মোট ১২টি বুথ স্থাপনের পরিকল্পনা আছে সংস্থাটির। এর মধ্যে প্রথম ধাপে ৬টি বুথ বসানোর কথা। এমএ সালাম নগর স্বাস্থ্য কেন্দ্রসহ ইতোমধ্যে পাঁচটি বুথ বসানো হয়েছে। প্রথম ধাপের বুথগুলো স্থাপনে সহায়তা করছে ব্র্যাক বাংলাদেশ নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান। বাকি বুথগুলো চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় বসানো হবে।
দ্বিতীয় ধাপে বুথ স্থাপনে প্রাথমিকভাবে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবন, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালকে নির্বাচন করা হয়েছে।
বুথ চালুর বিষয়ে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম শহরে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে করোনার প্রাদুর্ভাব। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যাও। এখন দরকার পরীক্ষা বাড়ানো। সেই লক্ষ্যে আমরা বুথ স্থাপন করছি। বুথগুলো স্থাপিত হলে নগরবাসী উপকৃত হবেন। করোনা সংক্রমণ উপসর্গে ভুক্তভুগীরা সহজতরভাবে এখানে নমুনা পরীক্ষা করাতে পারবেন।
এসময় মেয়র নগরবাসীর উদ্দেশে বলেন, নমুনা পরীক্ষার ফল পেতে অহেতুক উদগ্রীব হবেন না। রোগীর দেওয়া মোবাইল নম্বরে সংক্রিয়ভাবে ফলাফল চলে যাবে। তারপরও নিয়মানুযায়ী নমুনা সংগ্রহের পর নির্দিষ্ট ল্যাবে যাবে পরীক্ষার জন্য। ল্যাবে পরীক্ষাকৃত নমুনার ফল দেওয়া হবে চট্টগ্রাম সিভিল সার্জনের কাছে এবং সিভিল সার্জন নির্দিষ্ট থানায় পাঠিয়ে দিবেন। এটি খুবই তড়িৎগতিতে হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর এইচ এম সোহেল। এসময় কাউন্সিলর নাজমুল হক ডিউক, মেয়রের একান্ত সচিব মো. মোহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।