চট্টগ্রামে আরও ২২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ১৬২, উপজেলার ৬০ জন।

- Advertisement -

শুক্রবার (১২ জুন) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৫ ল্যাবে ৮৭৪টি নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -google news follower

বিআইটিআইডি’র ল্যাব
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২২৫টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্ মধ্যে নগরের ২২ জন ও উপজেলার ২৩ জন।

চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৮টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১২৯ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা।

- Advertisement -islamibank

সিভাসু’র ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা নগরের বাসিন্দা।

চবি ল্যাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ৫৮টি নমুনায় পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা উপজেলার বাসিন্দা।

ইম্পেরিয়াল ল্যাব
ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবের ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।

কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা উপজেলার বাসিন্দা।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশ ২ জন, পটিয়ার ৭ জন, বোয়ালখালীতে ১ জন, রাউজানে ৫ জন, ফটিকছড়িতে ৬ জন, হাটহাজারীতে ২৫ জন ও সীতাকুণ্ডে ১০ জন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৮১৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১১১ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৩১ জন।

জয়নিউজ/এসআই

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM