করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে ডা. আরিফ হাসান নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

- Advertisement -

ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র। নগরের কোতোয়ালি থানার আবেদিন কলোনি এলাকায় বসবাস করতেন।

- Advertisement -google news follower

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ডা. আরিফ নিয়মিত রোগী দেখতেন। গত ৭দিন ধরে অসুস্থ ছিল সে। করোনার সবগুলো উপসর্গ ছিল। তবে টেস্ট করানো হয়নি। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তাঁর। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে নেওয়া হলে আইসিইউ সাপোর্ট দেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, ডা. আরিফসহ চট্টগ্রামে এখন পর্যন্ত ৪ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM