জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলী। তাঁর ছেলে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম। বাবা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আস্থাশীল হওয়ার কারণে কারাগারে প্রাণ দিতে হলো ঘাতকের বুলেটে।
সন্তান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আস্থাভাজন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাবার মতো তিনিও দেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র। বিভিন্ন সময় তার ওপর অত্যাচার-নির্যাতনের অসংখ্য ছবিও প্রমাণ করে তাঁর রাজনৈতিক লড়াই ও আদর্শের চিত্র।