চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে নুরুল হক নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ’তে তিনি মারা যান। ওই হাসপাতালেই সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন ডা. নুরুল হক।

- Advertisement -

মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. মো. সেলিম বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল সকাল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। কমতে থাকে অক্সিজেন স্যাচুরেশ। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর করোনা টেস্ট করানো হয়েছে। এখনও রিপোর্ট আসেনি। তাই করোনা আক্রান্ত কি-না তা এখনই জানা যাচ্ছে না।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM