করোনা থেকে সুরক্ষা দিবে অ্যান্টিভাইরাল পোশাক!

করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে অ্যান্টিভাইরাল কাপড়ের পোশাক বাজারে আনছে ভারতের টেক্সটাইল সংস্থা অরবিন্দ লিমিটেড।

- Advertisement -

সুইজারল্যান্ডের টেক্সটাইল সংস্থা হেইক এবং তাইওয়ানের স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি জিনটেক্স করপোরেশনের সঙ্গে একযোগে ভারতে প্রথমবার হেইক ভাইরোব্লক প্রযুক্তির কাপড় উৎপাদন করবে তারা।

- Advertisement -google news follower

গবেষণায় দেখা গেছে, ভাইরাস ও ব্যাকটেরিয়া জামাকাপড়ে দু’দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

অরবিন্দ লিমিটেডের দাবি, হেইক ভাইরোব্লক প্রযুক্তিতে তৈরি পোশাক সক্রিয়ভাবে ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম। এই পোশাকের সংস্পর্শে মুহূর্তের মধ্যে ভাইরাস-ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। ফলে কাপড়ের মাধ্যমে রোগজীবাণু সংক্রমণের আশঙ্কা অনেকাংশেই কমে যাবে।

- Advertisement -islamibank

এদিকে ভারতের বাজারেও হেইক ভাইরোব্লক দিয়ে তৈরি পোশাক বিশেষ জনপ্রিয় হবে বলে আশাবাদী হেইক গ্রুপের সিইও কার্লো সেন্টনজি। উন্নত সিলভার ও ভ্যাসিক্যাল প্রযুক্তির বিশেষ মেলবন্ধনে তৈরি হেইক ভাইরোব্লক প্রযুক্তি সার্স বা করোনাভাইরাসের উপরেও বিশেষ কার্যকরী বলে সুইস এই সংস্থার দাবি।

জয়নিউজ/পিডি

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM