করোনাযুদ্ধে জয়ী হলেন সিএমপি কমিশনার

অবশেষে করোনাকেও জয় করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। গত ৯ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন সিএমপি কমিশনার।

- Advertisement -

তবে করোনা আক্রান্ত হলেও তাঁর শরীরে জ্বর বা তেমন কোনো উপসর্গ ছিল না। তাই বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। পরবর্তী নমুনা পরীক্ষায় সিএমপি কমিশনারের রিপোর্ট নেগেটিভ আসে।

- Advertisement -google news follower

সোমবার (২২ জুন) বিষয়টি গণমাধ্যমকে জানান সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান

সিএমপি কমিশনার জানান, নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়েছি। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই।

- Advertisement -islamibank

তিনি বলেন, রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো। শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেবো।

নগরে করোনা প্রার্দুভাবের শুরু থেকেই করোনা প্রতিরোধে সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমানের নেতৃত্বে হাসপাতালে রোগী ভর্তি, ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের পরিবহন,  অসহায়দের ত্রাণ সহায়তা, প্লাজমা ব্লাড ব্যাংক গঠন ও জনসচেনতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে সিএমপি। যা দেশের সর্বমহলে প্রশংসিত হয়।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM