২০ দিন হোম আইসোলেশনে থাকার পর করোনা জয় করলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন।
রোববার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইউএনও আছিয়া খাতুন নাগরিকদের সচেতন করার পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে ব্যাপকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করে আসছিলেন।
ইউএনও আছিয়া খাতুন জয়নিউজকে বলেন, গত ১০ জুন করোনা রিপোর্ট পজিটিভ আসার পর হোম আইসোলেশনে চলে যাই। দ্বিতীয়বারও নমুনা পরীক্ষায় ফের করোনা পজিটিভ আসে। কিন্তু তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল দেওয়া হয় ২১ জুন রাতে। এতে নেগেটিভ আসে।
তিনি এ দুর্যোগের সময় বোয়ালখালীবাসীর দোয়া ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জয়নিউজ/বিআর