করোনা সংক্রমণের হারে আশার আলো

মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার বাংলাদেশে অনেক দিন পর ২২ শতাংশের নিচে নেমে এলো। মঙ্গলবার (২৩ জুন) করোনা সংক্রমণের হার হয়েছে ২০ শতাংশের কিছু বেশি। এটিই বিশেষজ্ঞদের আশান্বিত করেছে।

- Advertisement -

গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয় যে, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৩ জন।

- Advertisement -google news follower

আজকের তথ্যগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, করোনা সংক্রমণের হার কমে আসা। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার ২১ শতাংশের কম, ২০.৯৪ শতাংশ হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশে করোনা সংক্রমণের হার ২২ থেকে ২৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছিল। সেখানে গত ২৪ ঘন্টায় এটি কমার ফলে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।

- Advertisement -islamibank

তারা বলছেন, করোনা সংক্রমণের হার কমাটা আশার আলো। তবে এক দিনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার কম হওয়াটা আশাবাদী হওয়ার কোনো তথ্য নয়। সেক্ষেত্রে আগামী কয়েকদিন শনাক্তের হার কী পরিমাণে কমে বা একই রকম থাকে কি-না, সেটা দেখার পর বোঝা যাবে বাংলাদেশে করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM