হাটহাজারীতে শপিং ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় বেচাকেনার সময় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১শ রাউন্ড গুলি উদ্ধার হয়।
শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ২টার দিকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা।
আটকরা হলেন পৌরসভার পশ্চিম দেওয়াননগর সন্দ্বিপপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে নাজিম উদ্দিন (৩২) ও একই এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. মোজাম্মেল (২৯)। তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে আলী হোসেন (২৮) আরেক যুবক কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় থানা পুলিশের এসআই হেলাল খান বাদী অস্ত্র আইনে থানায় মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতী স্কুলের সামনে দুই যুবককে আটক করলেও আরেকজন কৌশলে পালিয়ে যায়। এ সময় আটককৃত নাজিমের হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ রাউন্ড, মোজাম্মেলের হাতে থাকা আকাশী রঙের শপিং ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।