চট্টগ্রামের চারটি ল্যাবে ৫৯০ জনের নমুনায় আরও ৬৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে ৪৩ জন নগরের ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ৭ হাজার ৬৮৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ২৪১ জন নগরের ও ২ হাজার ৪৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় ২৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩৩ জন করোনা রোগী।
এছাড়া গত ২৪ ঘন্টায় নগরে ৩ জনের ও উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬৯ জন। এর মধ্যে ১৩১ জন নগরের ও ৩৮ জন উপজেলার বাসিন্দা।
রোববার (২৮ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য জানান।
শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ১২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ২০০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১২ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ জন ও বিভিন্ন উপজেলার ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৯ জন নগরের ও ১ জন উপজেলার।
গত ২৪ ঘন্টায় ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরণ ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ১, বাঁশখালীর ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ৪, হাটহাজারীতে ২, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ৩ জন রয়েছেন।