বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ফোকলোরবিদ, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান। বিষয়টি রোববার (২৮ জুন) গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, আজ বিকেলে চিঠি হাতে পেয়েছি। আগামী তিন বছরের জন্য আমাকে বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়ার বিষয় এতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সবশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত তিন বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালনের জন্য ফের নিয়োগ পেয়েছিলেন তিনি। এর মধ্যে গত ১৪ মে তিনি মারা যান।