জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী দেশের অসহায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২৮ জুন) দিনব্যাপী হাটহাজারী পৌরসভার মীরের খীল ৮নং ওয়ার্ডের মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ১৮ ফিল্ড এ্যাম্বুলেসের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এতে সার্বিক দিকনিদের্শনা প্রদান করেন ২৪ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল মো. মাসুদুর রহমান।
চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সহযোগিতায় করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৮নং ওয়ার্ড মীরের খীল গ্রামের ৫০ জন গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এতে স্বাস্থ্যসেবা প্রদান করেন উক্ত হাসপাতালের মহিলা ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ লে. কর্ণেল ডা: মাহমুদা অশরাফী ফেরদৌসী।
এ সময় সেনা সদস্যদের সহযোগিতা করেন পৌর সহায়ক কমিটির সদস্য আবদুস শুক্কুর মেম্বার ও মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা।
এ ব্যাপারে ১৮ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সরফরাজ হায়দার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জুন মাসব্যাপী চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আরো ৫টি ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় গর্ভবতীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে।
এছাড়া স্বাস্থ্যসেবা নিতে আসা গর্ভবতী মায়েদের ডাক্তারের পরামর্শে বিনামূল্যে সকল ওষুধ, পুষ্টিকর খাবার প্রদান করা হয়। পাশাপাশি কোভিড-১৯ প্রতিরোধে গর্ভবতী মায়েদের করণীয় সম্পর্কে সচেতন করা হয়।