তামিম ইকবালের পরিবার করোনামুক্ত

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা এবং দুই শিশু সন্তানসহ বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবার (২ জুলাই) দ্বিতীয় টেস্টের রিপোর্টে তাদের নেগেটিভ এসেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাফিস ইকবাল।

- Advertisement -

জানা যায়, মঙ্গলবার দ্বিতীয়বার করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন নাফিস ইকবাল এবং তার মা’সহ পরিবারের বাকি সদস্যরা। আর সেই টেস্টের রিপোর্ট পেয়ে নাফিস গতকালই জানিয়েছেন, তারা সুস্থ আছেন এবং পরিবারের যারা করোনা আক্রান্ত হয়েছিলেন সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

- Advertisement -google news follower

গত ১৯ জুন তামিমের পরিবারে করোনা শনাক্ত হয়, ওই দিনই তার বড় ভাই নাফিস ইকবাল করোনায় সংক্রমিত হন। এরপর তিনি হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এর একদিন পরই খবর আসে তার মা’সহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM