‘আমি ভারতের জনসাধারণের প্রতিনিধি হিসেবে চট্টগ্রামে (বাংলাদেশে) এসেছি। আজকের এই দিনে চট্টগ্রামের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে জয়নিউজ।’
অনলাইন পোর্টাল জয়নিউজের উদ্বোধন উপলক্ষে বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত এক প্রীতি সমাবেশে অতিথি বক্তব্যে আনন্দবাজার পত্রিকার এসিস্টেন্ট এডিটর অনমিত্র চট্টোপাধ্যায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে চট্টগ্রামের পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম বন্দরনগরী। এ নগরের ব্যবসায়ীদের এ পত্রিকাগুলোকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রাখতে হবে।
অনমিত্র চট্টোপাধ্যায় বলেন, সদ্য সংবাদ-সত্য সংবাদ স্লোগানকে সামনে রেখে জয়নিউজ যে যাত্রা শুরু করেছে তা অবশ্যই চ্যালেঞ্জিং। কারণ সদ্য সংবাদ প্রচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে সত্য সংবাদ প্রচার সম্ভব হয় না। জয়নিউজ যদি এ চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারে তাহলে এটি অনন্য একটি পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
জয়নিউজ/অভি/ফারুক/শহিদ/জুলফিকার