চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুই বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন আফিয়া আখতার।
চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক পদে তার যোগদানের কথা রয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছে চসিক।
নগর ভবনের চসিক মেয়র দপ্তরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র বলেন, আফিয়া আখতার চসিকে আন্তরিকতা ও সফলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন।
মেয়র তাঁর পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন এবং করবেন সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
চসিক মেয়র বলেন, আফিয়া আখতার নগরের অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গুরুত্বপুর্ণ অভিযান পরিচালনা করেছেন। তাঁর এই কার্যক্রম চট্টগ্রামবাসী স্মরণীয় করে রাখবেন। মেয়র তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদায় অনুষ্ঠানে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।
জয়নিউজ/বিআর