করোনাকে ভাওতাবাজি বলে নিজেই আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রাণঘাতি করোনাভাইরাসকে প্রথমে পাত্তাই দেননি তিনি। এমনকি করোনাভাইরাসকে ভাওতাবাজি বলেও উল্লেখ করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এবার তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (৭ জুলাই) ব্রাজিলের স্থানীয় সময় দুপুরে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। দ্য ওয়াশিংটন পোস্ট এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

- Advertisement -google news follower

জাইর বলসোনারো বলেন, ভয়ের কোনো কারণ নেই। এটাই জীবন এবং জীবন চলমান। আমার জীবন ও ব্রাজিলের ভবিষ্যত বিনির্মাণে যে দায়িত্ব ঈশ্বর দিয়েছেন তার জন্যে তাকে ধন্যবাদ।

ওয়াশংটন পোস্ট জানাচ্ছে, সোমবার (৬ জুলাই) বিভিন্ন উপসর্গের সঙ্গে তীব্র জ্বর অনুভব করায়, প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করানো হয়। মঙ্গলবার তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।

- Advertisement -islamibank

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, হন্ডুরাসের প্রেসিডেন্টের পর তৃতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে করোনা আক্রান্ত হলেন জাইর বলসোনারো।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM