নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবানে পর্যটন দিবসের র্যালি বের করা হয়। বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং পাহাড়ের ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন অংশ নেয়।
পরে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আজম, জেলা পরিষদ সদস্য চিংয়ং ম্রো, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়নিউজ/আরসি