ভারতে পরকীয়া অপরাধ নয়!

ইংরেজ শাসনকালে তৈরি পরকীয়া আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এই আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই আইন স্বেচ্ছাচারিতার নামান্তর। মহিলাদের স্বাতন্ত্র খর্ব করে। পরকীয়া অপরাধ নয়। তবে বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে।

- Advertisement -

১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই মহিলার স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয়ই হতে পারে।

- Advertisement -google news follower

এই আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়। মামলায় বলা হয়, ব্রিটিশ শাসনকালে পুরুষদের সম্পত্তি হিসেবে গণ্য করা হতো মহিলাদের। তার ভিত্তিতেই তৈরি হয়েছিল এই আইন। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল করা হোক। একই অপরাধে পুরুষকে দোষি করলে মহিলাদেরও দোষি করতে হবে।

জয়নিউজ/আল্পনা/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM